বিএনপির মুখে অর্থপাচার নিয়ে কথা বলা মানায় না: তথ্যমন্ত্রী

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২২, ১৫:০০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ২২:০৮

বিএনপি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মুখে অর্থপাচার নিয়ে কথা বলা মানায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। সোমবার (১৬ মে) জাতীয় জাদুঘরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আয়োজিত আলোচনায় এই মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থপাচার মামলার আসামি তাদের মুখে পিকে হালদার বা অর্থপাচার এ নিয়ে কথা বলা মানায় না। অর্থপাচার নিয়ে সরকার সোচ্চার বলেই পিকে হালদার ধরা পড়েছে, বলেন হাছান মাহমুদ। 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির কারা অর্থপাচার করেছে সেগুলোও সরকার দেখছে, তাদের নামও সামনে আসবে। শ্রীলঙ্কায় সরকারের মন্ত্রী এমপিদের এখন যে অবস্থা, বিএনপি নেতাদের আগেই তেমন অবস্থা হয়েছিলো মন্তব্য করে তিনি বলেন, আপনারা কোথায় পালাবেন পথ খোঁজেন। 

বিশৃঙ্খলা সৃষ্টি হলে আওয়ামী লীগ রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন হাছান মাহমুদ। বলেন, যে দেশ নিজের টাকায় পদ্মা সেতু করে, শ্রীলঙ্কাকে লোন দেয় সেই সরকারকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা মানে অপপ্রচার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত