বায়ার্ন মিউনিখের বিপক্ষে খুঁজেই পাওয়া গেল না বার্সেলোনাকে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১০:০৫ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩

চ্যাম্পিয়ন লিগের হাইভোল্টেজ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খুঁজেই পাওয়া গেল না বার্সেলোনাকে। নিজেদের ছায়া হয়েই রইলেন রবার্ট লেভানদোভস্কি-দেম্বেলেরা। পুরো ম্যাচেই কাতালান জায়ন্টাদের উপর ছড়ি ঘোরালো বায়ার্ন, তুলে নিলো ৩-০ গোলের জয়।

বুধবার (২৬ অক্টোবর) নু ক্যাম্পে মুখোমুখি হয় ‘সি’ গ্রুপের দুই দল। ম্যাচটিতে বার্সেলোনাকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬’তে উঠেছে বায়ার্ন। অন্যদিকে বার্সেলোনাকে আগামী মৌসুমেও খেলতে হবে ইউরোপা লিগে। 

এই ম্যাচের আগেই বার্সেলোনার ইউরোপা লিগে খেলা অনেকটা নিশ্চিত ছিল। তবে কাগজে-কলমে যেটুকু আশা বাকি ছিল তাও শেষ হয়ে গেল এই ম্যাচে হারের পর। 

যদিও বার্সেলোনার ভাগ্য ঝুলে ছিল দিনের আরেক ম্যাচ ইন্টার মিলান বনাম ভিক্টোরিয়া প্লাজেনের ম্যাচের উপর। ভিক্টোরিয়ার বিপক্ষে মিলান জিতলে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার আশা থাকবে না। নিজেদের ম্যাচে ৪-০ গোলে জয় তুলে নিয়েছেন ইন্টার। ফলে বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মত খেলতে হবে ইউরোপা লিগে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত