বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে আগুন
প্রকাশ: ১ অক্টোবর ২০২৩, ১১:৪২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬
রাজধানীর বায়তুল মোকাররমে সোনার মার্কেটের নিচে একটি ফাস্টফুডের দোকানে আগুন লেগেছে। শনিবার রাত পৌনে ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বলেন, রাত ১টা ৪৯ মিনিটে গ্রামীণ সুইটমিট বেকারি অ্যান্ড ফুডস লি. নামে একটি দোকানে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসে ফোন করে জানান এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সদরদপ্তর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের দিকে সোনার মার্কেটের নিচতলায় একটি গলির ভেতরে ফাস্টফুডের দোকানটি থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন বেশি ছড়াতে পারেনি সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা কারণ আগুন লাগার কারণ জানতে ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত