বারবার তাকিয়ে দেখি- তপন কুমার দেবনাথ তপু

  তপন কুমার দেবনাথ তপু

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১০:৫২ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৯

বারবার তাকিয়ে দেখি 

(ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রিয়বরেষুকে উৎসর্গ)
........................................................

এই পাললিক অববাহিকায় তিনি এক জীবন্ত কিংবদন্তি।
ক্ষণজন্মা উজ্জ্বল নক্ষত্রের মতো দীপ্যমান । 
আমরা অবাক হয়ে তাকিয়ে দেখি, 
বারবার তাকিয়ে দেখি। 
যখনই ঘনঘোর অমানিশার  অশনি সংকেত, 
তখনই তাঁর ন্যায়ানুগ প্রজ্ঞা, অবিচল নিষ্ঠা আর
ধীর স্থির শান্ত ঋষিসুলভ জীবনবোধ দিয়ে 
কি সুন্দর করে ফুটিয়ে তোলেন কিংশুক। 
তাঁর জন্যে কোন উপমা নেই,
তিনি নিজেই একটি দৃষ্টান্ত, অনন্য উপমা। 

যুদ্ধের দামামা যখনই, তখনই তাঁর হাতে গর্জে ওঠে বন্দুক।
শত্রুর শিবির থেকে ছিনিয়ে আনেন লালিত স্বপ্ন। 
কায়মনোবাক্যে দু'হাতে উঁচিয়ে ধরেন বিজয়ের বৈজয়ন্তি। 
তাঁর আহবানে মিছিলে অংশ নেয় যুবা প্রৌঢ়, নানান বয়সী মানুষ। 
অন্ধকারে আলোর দ্যুতি জ্বলে ওঠে তাঁর ছোঁয়ায়। 
মানুষের মনের গহীনে বাস যেন এক শুদ্ধ জাদুকর। 

শৃংখলহীন বিরোধিতার মাঝেও কি চমৎকারভাবে তিনি বুনে যান ন্যায়ের অংকুর। 
পথভ্রষ্ট নিন্দুকের কপালে এঁকে দেন স্নেহের চুম্বন। 
কানে কানে শুনিয়ে যান দেশের জয় গান। 
রাজনীতির জটিল অঙ্গনে তিনি এক ধ্যানমগ্ন জ্ঞানী তাপস। 

বিভাজনের ঘূর্ণি চারিদিকে  তবুও বিশ্বাসী হাতে শক্ত করে ধরেছেন মাস্তুল।
ধর্ম বর্ণের বিভেদ ভুলে মানুষ মানুষের হাতে রাখে হাত। 
আমরা অবাক হয়ে তাকিয়ে দেখি, বারবার তাকিয়ে দেখি। 
কী অসীম মমতায় মানুষকে আগলে রাখেন বুকের পাঁজরে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত