বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির রোগ মুক্তিকামনায় মুক্তিযোদ্ধাদের বিবৃতি
প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১৯:৩৭ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর রোগমুক্তি কামনা করে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বুধবার কচুয়া উপজেলা সংসদের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়।
বিবৃতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালীন খুলনা লের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সুস্থ্যতা কামনা করেন বীর মুক্তিযোদ্ধারা।
বিবৃতিদাতারা হলেণ, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, সাবেক সহকারী কমান্ডার আলী আকবর, শেখ লতিফুজ্জামান, শেখ আনোয়ার হোসেন, সদস্য কুঞ্জু লাল মিস্ত্রী, রমেশ চন্দ্র দাস, গোপালপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার সামচুল হক,কচুয়া সদর ইউনিয়ন কমান্ডার আব্দুস সাত্তার তালুকদার, রাড়ীপাড়া ইউনিয়ন কমান্ডার শেখ আকবাল আলী, বাধাল ইউনিয়ন কমান্ডার আলতাফ হোসেন কোটাল, মঘিয়া ইউনিয়ন কমান্ডার শেখ মতিয়ার রহমান, ধোপাখালী ইউনিয়ন কমান্ডার আ.হাকিম সরদার, গোপালপুর ইউনিয়ন ডেপুটি কমান্ডার মীর হাবিবুর রহমান প্রমুখ।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত