বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ১০১, মৃত্যু ২

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১৯:২৫ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৪

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন দুইজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ১২০ জন মারা গেছেন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৬ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৯২৬ জন। 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩৪ জন, কচুয়ায় ৪, চিতলমারী ৮, ফকিরহাটে ৮, মোল্লাহাটে ১৪, রামপালে ১১, মোংলায় ৯, মোরেলগঞ্জে ৪ এবং শরণখোলা উপজেলায় ৯ জন রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ২৮ দশমিক ৫৩ শতাংশ।  এই হিসেবে বাগেরহাটে শনাক্তের হার এখনও নিম্নমুখী হয়নি।সুতারং বাগেরহাটবাসীকে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। জরুরী প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে সকলকে বাইরে বের হওয়ার অনুরোধ করেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত