বাগেরহাটে হোমিও চিকিৎসকদের মতবিনিময় সভা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ২০:৫৬ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯

বাগেরহাটে বিভিন্ন দাবিতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন। রবিবার (২৮ আগস্ট) দুপুরে বাগেরহাট হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাট হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ একরাম আলী, হোমিও চিকিৎসক আব্দুস সালাম, দিলীপ কুমার রায়, মোঃ ফরিদ উদ্দিন, সঞ্জয় কুমার পাল, রবিউল ইসলাম, আক্তারুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে পড়ানো ডিএইচএমএস কোর্সটি আন্তর্জাতিক মান সম্পন্ন। কম ব্যয়ে নির্ভরযোগ্য চিকিৎসা দিয়ে থাকেন হোমিও চিকিৎসকরা। এরপরে নানা ভাবে হোমিও চিকিৎসকদের হয়রানি করা হচ্ছে। এটা একধরণের অন্যায়। হোমিও চিকিৎসকদের সম্মান রক্ষার্থে তাদের বিরুদ্ধে করা সকল প্রকার হয়রানিমূলক মামলা নিস্পত্তি করার অনুরোধ করেন তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত