বাগেরহাটে স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগের নেতাকর্মীদের উপর হামলার মামলায় গ্রেফতার এক 

  স্টাফ রিপোটার,বাগেরহাট 

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ২০:১২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৪

বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগের ৫ নেতার উপর হামলার মামলায় হালিম মোড়ল (৪৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হালিম মোড়ল আরপাড়া এলাকার আজাহার মোড়লের ছেলে। বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার মোড়লের আপন ভাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আড়পাড়া এলাকার একটি মারধরের মামলায় এজাহার নামীয় ৪ নং আসামী হালিম মোড়লকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যাওয়ার জন্য নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়ে বাড়ি ফেরার পথে ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া বাজারে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগের ৫ নেতা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে ২৫ মার্চ বিকেলে আহত বারুইপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রায়হান হোসাইনের বাবা আবু সাইদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত