বাগেরহাটে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ

  নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ৭ জুলাই ২০২২, ০৯:৫৬ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:০৩

বাগেরহাটে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগেরহাট শহরের ধানসিড়ি ট্রেনিং সেন্টারে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম , বাগেরহাট, রূপান্তর ও বাংলাদেশ হেলথ ওয়াচের আয়োজনে দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক শিশির মোড়ল। এছাড়া কর্মশালায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মুখার্জি রবীন্দ্রনাথ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, রূপান্তর প্রতিনিধি আলমগীর হোসেন মিরু, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগাম অফিসার রাজেশ অধিকারী, মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার নওশীন মৌলি ওয়ারসিসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য যে, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম বাংলাদেশ হেলথ ওয়াচ এর উদ্যোগে গঠিত একটি নাগরিক ফোরাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত