বাগেরহাটে সেনা সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশ: ১০ মে ২০২২, ১৯:১৩ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:১১
বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের সেনা সদস্য হিরন শেখ, তার ভাই মিলন শেখ এবং তাদের পিতা ইসাহাক শেখ এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন শিউলী আক্তার ময়না নামে এক গৃহবধু।
এ সময় লিখিত বক্তব্যে শিউলী আক্তার বলেন,বাগেরহাট সদর উপজেলার সুন্দঘোনা মৌজায় এস এ ২৬৪ নং খতিয়ানে ৯২৪ নং দাগে আমার শ্বশুর শেখ আহম্মদ আলীর ৮ শতক জমি দীর্ঘ ৬০ বছরের অধিক সময় আমরা শান্তিপুর্ন ভাবে ভোগ দখল করে আসছি। ঐ জমিতে আমার স্বামী রফিকুল ইসলামের একটি ককসেট ফ্যাক্টরী আছে। ঐ দাগে মোট ৮ শতক জমি আছে। একই গ্রামের সেকেন্দার শেখের নিকট থেকে অভিযুক্ত ইসাহাক শেখ ৮ শতক জমি ক্রয় করে নিজ পুত্র সেনা সদস্য হিরন শেখের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে হিরন তার ভাই মিলন এবং পিতা ইসাহাক বহিরাগত মাস্তান নিয়ে আমাদের জমি থেকে উচ্ছেদ করার জন্য কয়েকবার আক্রমন করেছে। গত ২২ ফেবরুয়ারী গভীর রাতে সন্ত্রাসীরা আমাদের ককসেট ফ্যাক্টরীতে আগুন ধরিয়ে দেয়।
৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ,ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই। আগুনে আমাদের ফ্যাক্টরীর আনেক ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা আমলে না নেয়ায় আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। গত ২২ এপ্রিল জুম্মার নামাজের কিছু আগে অভিযুক্তরা বহিরাগতদের নিয়ে আমাদের ফ্যাক্টরী ও গড়াবেড়া ভাংচুর করে। এ সময় তারা আমার ননদ লাভলী বেগম এ স্বামী রফিকুল ইসলামকে গুরুতর আহত করে। যাওয়ার সময় তারা আমার পরিবারের সবার প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। এরা কোন শালিশ বৈঠকে উপস্থিত হয় না। ইউপি চেয়াম্যান ও স্থানীয় গন্যমান্য কারো কথা তারা শোনে না। বিভিন্ন সময়ে ০১৫৬৮২৩৫১৬১ নাম্বার ফোন দিয়ে আমার স্বামীর ফোনে হিরনের সাথে মিট মিমাংশার কথা বলা হয়। ফোন ব্যাবহার কারীরা নিজেদের র্যাব পরিচয় দেয়। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে তাদের জানমালের নিরাপত্তাহীনতার দাবী জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত