বাগেরহাটে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ১১ জুন ২০২২, ১০:২১ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মোল্লাহাট উপজেলা শাখার আয়োজনে এক কর্মীসভা ১০ জুন বিকাল ৪ টায় মোল্লাহাট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়।মোল্লাহাট উপজেলার কোদালিয়া,আটজুড়ী ও চুনখোলা ইউনিয়নের কর্মি সমাবেশ অনুিষ্ঠত হয় । সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান লাল্টু এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজলা বিএনপির সাবেক সফল সভাপতি শেখ হাফিজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ শাহেদ আলী।আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ শাহাজাহান,উপজেলা যুবদল যুগ্ন সাধারন সম্পাদক মোল্লা মাসুদ আলম, কৃষক দলের সভাপতি মোঃ বিপুল আলম তসরিফ, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ কালিম মুন্সি, শ্রমিক দলের সভাপতি মোঃ জাহিদ মোল্লা, শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ মিসকাত সর্দার, কলেজে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মোল্লাহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ আবুবকর সিদ্দিক, কে আর কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ ইরান মোল্লা, সেচ্ছাসেবক দলের পাভেল মাহমুদ পরশ,মো. কামাল শিকদার প্রমুখ ।

প্রধান অতিথি তার বক্তবে বলেন, র্বতমানে এ আওয়ামী লীগের আমলে আমরা বার বার নির্যাতনের শিকার হচ্ছি। আমাদের এক হয়ে দল ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। এজন্য সবাইকে অতীতের বিভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যতে হবে। এ সময় তিনি আগামী দিনে রাজপথে আন্দোলনের মাধ্যমে দলকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। মোল্লাহাট উপজেলা ও অঙ্গ সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত