বাগেরহাটে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ জুন ২০২২, ১০:১০ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭
বাগেরহাটে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও ক্যাপসের সহযোগীতায় সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও মোঃ আরেফিন বাদলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় বাগেরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, জেলা ট্রাফিক ইনচার্জ (টিআই) মোঃ মামুন অর রশীদ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস মোঃ মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি বাবুল সরদার, প্রভাষক আল ফারুক আহম্মেদ, সিনিয়র শিক্ষক বালিনী বিশ্বাস, রেজাইর রহমান মন্টুসহ কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ডাক্তার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় শব্দ দূষণের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি এর ক্ষতিকর দিকগুলোও তুলে ধরা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত