বাগেরহাটে মসজিদের খতিবকে সম্মান জনক বিদায়

  স্টাফ রিপোর্টার,বাগেরহাট

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১৯:৫৪ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩২

সুদীর্ঘ ৬০ বছর ধরে একই মসজিদের খতিবের দায়িত্ব পালন করা ইমামকে সম্মাননাসহ সম্মানজনক বিদায় প্রদান করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট বেলায়েত হোসেন জামে মসজিদের খতিব এ টি এম ইউনুছ আলীকে এ সম্মানতা প্রদান করা হয়। শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটি ও সকল মুসল্লীরা সম্মিলিত হয়ে অত্র মসজিদের দীর্ঘ দিনের খতিবের হাতে সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করো হয়। 

এ সময়, বাগেরহাট জনতা ব্যাংকের (অবঃ) ম্যানেজার মোঃ আবুল বাশার, চিরুলিয়া কলেজের লেকচারার  মুফতি মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ আজাদ, মুহাম্মদ মাসুম বিল্লাহ,শ্রমিক নেতা সোওরাব হোসেন, ইঞ্জিনিয়ার ববি হোসেন, বেলায়েত হোসেন জামে মসজিদ কমিটির সভাপতি আকরাম হোসেন, সাধারন সম্পাদক আব্দুল গফফার ,কোষাধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, আলহাজ শেখ মকবুল হোসেন,খেলাফত হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র মসজিদের মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন।

মুসল্লী সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন জামে মসজিদের খতিব এ টি এম ইউনুছ আলী অত্যন্ত ধার্মিক,বিনয়ী,সৎ ও বিচক্ষন মানুষ ছিলেন। তিনি উক্ত মসজিদে দীর্ঘ ৬০ বছর যাবৎ জুমুয়ার খুতবা দিতেন। বয়স বৃদ্ধির সাথে শারীরিক অসুস্থ্রতার কারনে তিনি স্বেচ্ছায় খুৎবা দিবে অপারগতা প্রকাশ করে। মসজিদ কমিটি তাকে পুরস্কার ও সম্মানতা দিয়ে সম্মান জনক বিদায় দেন। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন এবং ২০১১ সালে অবসর গ্রহন করেন। 

এদিকে,মসজিদ কমিটি ও সকল মুসল্লীদের উদ্দোগে এ টি এম ইউনুছ আলীকে জুম্মার নামাজ শুরুর পূর্বে প্রাইভেট কার ও মোটর সাইকেলের গাড়ি বহরে করে নিজ বাড়ি থেকে মসজিদে আনা হয়। নামাজ শেষে সম্মননা স্মারক , জায়নামাজ, পাঞ্জাবি, টুপি, ডিনার সেট,রাইস কুকার, নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে প্রাইভেট কারে করে বাড়িতে পৌছে দেওয়া হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত