বাগেরহাটে বৃষ্টির পানির সংগ্রহের জন্য পানির ট্যাঙ্কি বিতরন

  নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ২০:৩১ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০০:৪৮

বাগেরহাটের কচুয়ায় দরিদ্র পরিবারের মাঝে বৃষ্টির পানির সংগ্রহের জন্য পানির ট্যাঙ্কি বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বেসরকারী উন্নয়ন সংস্থা সংগঠন ওয়ার্ল্ড ভিশনের আর্থিক সহযোগিতায় পানির ট্যাঙ্কি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা ছরোয়ার। ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে ট্যাঙ্কি বিতরন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত মহল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, রাঢীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা বেগমসহ আরও অনেকে।   

আয়োজকরা জানান, কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নের দরিদ্র পরিবারের  ৮৬ টি পানির ট্যাঙ্কি বিতরণ করা হয়েছে। বৃষ্টির পানি সংগ্রহ করে একটি ট্যাঙ্কি থেকে কয়েকটি পরিবার খাবার পানি হিসাবে ব্যবহার করবে। পর্যায়ক্রমে আরও পানির ট্যাঙ্কি বিতরণ করা হবে। 


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত