বাগেরহাটে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ২০:০০ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৭
বাগেরহাটে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। সদর উপজেলার বেশরগাতী গ্রামে বায়তুল লতিফ জামে মসজিদ কমপ্লে· প্রাঙ্গনে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২২ আগস্ট) দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
সকালে চক্ষু শিবিরের উদ্ধোধনী অনুষ্ঠানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম জগলু ও জহুরা জান্নাত, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসক ডা. নিশাত তাসনিম, খুলনা বি এন এস চক্ষু হাসপাতাল সহকারি সার্জন ডা. আসিফ হুসাইন, সহকারি সার্জন ডা. আবুল কালম আজাদ ও বিএনএসবি’র তথ্য কর্মকর্তা মীর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (ইসেকা), লতিফ মাষ্টার ফাউন্ডেশন, খুলনা বি এন এস চক্ষু হাসপাতাল ও কুয়েত রিলিফ সোসাইটির আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবিরে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষকে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজনসহ ৮০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে আয়োজকদের পক্ষ থেকে বাছাইকৃতদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত