বাগেরহাটে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৯:৫৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:১০

বাগেরহাটে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গললবার (২৯ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন সহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন যাত্রাপুর বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা পাচ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা সংক্রমণ রোধে ব্যবসায়ীসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন বলেন, যাত্রাপুর বাগেরহাটের অন্যতম বড় বাজার। সপ্তাহের দুটি হাটে এখানে প্রচুর লোক সমাগম হয়। হাটের দুই দিন আমরা স্থানীয়দের সচেতন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ করে থাকি। করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত