বাগেরহাটে নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১৭:৫২ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১৭:১০

বাগেরহাটের ফকিরহাটে গলা ও মুখ বাঁধা অবস্থায় ফরিদা বেগম ওরফে জাহানারা (৫৫) নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। রাতের কোন এক সময় কেউ শ্বাস রোধ করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

হত্যার শিকার ফরিদা বেগম বারাশিয়া গ্রামের মৃত রবিউল ইসলাম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে থাকায় একাই স্বামীর বসত ঘরে থাকতেন ফরিদা বেগম।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত