বাগেরহাটে নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৩ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:২৬
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মোড়েলগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান জানান, উপজেলার সানকিভাঙ্গা এলাকায় পানগুছি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় পর্যন্ত লাশের নাম পরিচয় সনাক্ত করা যায়নি। আর ময়নাতদন্ত ছাড়া ওই ব্যাক্তির মৃত্যু কিভাবে হয়েছে বলা যাচ্ছে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত