বাগেরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ১৯:২৫ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫
খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আলমগীর সেখ(২৮) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। আজ রবিবার (৮ আগস্ট) বেলা ১১ টার দিকে খুলনা রুপসার আলাইপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাগেরহাটের ফকিরহাট থানার একটি ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি।
খুলনা র্যাব এর মিডিয়া সেল থেকে রবিবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, ফকিরহাট থানায় গত ৫ আগষ্ট দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামি আলমগীর সেখ ওই এলাকায় অবস্থান করছে। গোপনে এ খবর পেয়ে সত্যতা যাচাই পুর্বক র্যাবের আভিযানিক দলটি রবিবার বেলা ১১ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে। পরে তাকে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত