বাগেরহাটে দূর্গোৎসবে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি নেতার শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১৯:০৮ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২০
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাগেরহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) নদিনভর তিনি জেলার মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার সোনাইলতলা, সুন্দরবন, মিঠাখালী, চাঁদপাই ও চিলা ইউনিয়েনের বিভিন্ন দূর্গামন্দিরে গিয়ে হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দসহ পূন্যার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে তিনি রামপাল উপজেলার মল্লিকেরবেড়, বাশতলী, ভোজপাতিয়া, বাইনতলা, রামপাল সদর, উজলকুড়, গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নের বিভিন্ন দূর্গামন্দির পরিদর্শন করেন।
বিএনপি নেতা ড. শেখ ফরিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌছে দিতে মন্দিরে মন্দিরে যাচ্ছি।সনাতন ধর্মালম্বীরাও আমাদের ভাই। তাদের সুখ দুখে আমরা আগে যেমন পাশে দাড়িয়েছি, ভবিষ্যতেও তাদের পাশে থাক। দলমত ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই এদেশে নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের নিরাপত্তা দিতে বিএনপি বদ্ধপরিকর। সকলকে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপনের আহবান জানান জেলা বিএনপির এই নেতা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত