বাগেরহাটে জেলা প্রশাসকের দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১০:২২ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৮:২০
বাগেরহাট জেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে,এম,আরিফুল হক,পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদর হাসপাতালের তত্বাধয়ক ডাঃ অসিম কুমার সমদ্দার ,সিভিল সার্জন সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ, পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভ’ইয়া হেমায়েত উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড ড. এ, কে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে রমজানের গুরুত্ব, তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা ও ওয়াকফ তথা সাদাকাহ এর মাধ্যমে আর্থসামাজিক অগ্রগতির সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত