বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৫ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:০০
বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। বাগেরহাট সাংবাদিক সংস্থার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা।
সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়ার সহ- সভাপতি এস এম রাজ, সহ- সভাপতি আমিরুল হক বাবু, সাবেক সহ-সভাপতি শেখ আসাদুজ্জামান, সহ সাধারন সম্পাদক আল আমিন খান সুমন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, অর্থ সম্পাদক মো আরিফ ঢালী, প্রচার সম্পাদক মামুন আহম্মেদ. দপ্তর সম্পাদক আব্দুল্লা আল ইমরান, নির্বাহী সদস্য মো. মনিরুল হক, রুহুল আমীন বাবু, মিজানুর রহমান মিঠু, সেকেন্দার আলী মোড়ল, এম ওয়াদুদ, নকিব মিজানুর রহমান, মো: হানিফ শিকদার, জাকারিয়া হোসেন শাওন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত