বাগেরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১৯:০৪ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২০:১৪

‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্যেকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এমরফিকুল ইসলামের সভাপতিত্বে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।এসময়, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট  জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. শরিফা খানম প্রমুখ।

বক্তারা বলেন, দেশ এখন আর পুলিশি রাষ্ট্র নেই। এখন মানুষের কল্যানে কাজ করে রাষ্ট্র। অসহায় ও প্রতিবন্ধীদের কল্যান এবং অধিকার নিশ্চিত করতে কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। সমাজ সেবার কাজকে দেশের অসহায় মানুষদের আরও দোরগোড়ায় নিয়ে যাওয়ার দাবি জানান তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত