বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২২, ১৯:৫১ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হারুন মাতুব্বর (৬৩) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিন গাজিরঘাট এলাকার ডালিম মাতুব্বরের (৩২) হামলায় ওই বৃদ্ধ আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় হারুণ মাতুব্বরকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুত্বর আহত হারুণ মাতুব্বর দক্ষিন গাজিরঘাট এলাকার মৃত জেন্নাত আলী মাতুব্বরের ছেলে।
প্রতক্ষদর্শী হারুণ মাতুব্বরের ভাগ্নি লিয়া আক্তার বলেন, দুপুরে মামার নিজের জমিতে রাখা শুকনো ঠাল জোরপূর্বক নিয়ে যাচ্ছিল ডালিম মাতুব্বর।ডাল নেওয়ার প্রতিবাদ করলে, ডালিম মাতুব্বর গালিগালাজ করে মামার (হারুণ মাতুব্বর) হাতে শাবল দিয়ে বাড়ি দেয়। মাথার উপর দাও দিয়ে কোপ দেয়।এতে মামার একটি হাত ভেঙ্গে গেছে। মামার মাথার অনেকাংশ কেটে গেছে। এছাড়াও কান থেকে রক্ত ঝড়ছে। কি হবে আল্লাহ জানেন।
লিয়া আক্তার আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এর আগেও কয়েকবার আমার মামাকে মেরেছে ডালিম। মামাকে মারধরের মামলায় সে জেলও খেটেছে। আজকে মামাকে মেরে ফেলতে চেয়েছিল। মামার উপর এই ধরনের ন্যাক্কার জনক হামলার বিচার চাই আমরা।এবিষয়ে কথা বলার ডালিম মাতুব্বরকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মারধরে এক বৃদ্ধ আহতের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত