বাগেরহাটে ছাত্রদল নেতা স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৬ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৩০

বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি রউফুল ইসলাম ঝন্টুর স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ এলাকায় রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। 

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম। এ সময় আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা এ্যাড মোশাররফ হোসেন মন্টু, নাসির উদ্দিন মালেক, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা যুব দল নেতা সুজা উদ্দিন মোল্লা সূজন, মনিরুজ্জামান মান্না, ওমর আলী মুন্নাসহ জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

আলেঅচনা সভা শেষে রউফুল ইসলাম ঝন্টুর স্মরনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এর আগে মুনিগঞ্জে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের শুভ উদ্ধোধন করা হয়। উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত