বাগেরহাটে গ্রাম পুলিশ ইউনিয়নের পরিচিতি সভা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:২৮
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নবগঠিত জেলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু। এসময়, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মোঃ আলী গাজী, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা, সহ-সভাপতি শেখ মোঃ আঃ আউয়াল, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়ন, বাগেরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম নয়ন, মোঃ জিয়া শেখ, তহমিনা আক্তার বেবীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গেল ১৮ জানুয়ারি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার ২৭ সদস্যের কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আগামী দিনে গ্রাম পুলিশ বাহিনীর বিভিন্ন দাবি আদায়ে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা শেখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত