বাগেরহাটে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ
প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ১৭:৫৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:০১
বাগেরহাটে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পক্ষ থেকে এসএমই ঋণ বিতরণ শুরু হয়েছে। বুধবার (০৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঋণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিআরডিবি বাগেরহাটের উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ঋণ প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাটের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, তন্ময় কান্তি মিরবর, শম্ভু নাথ সাহা, সদর উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা বিবেকানন্দ রায়সহ ঋণ গ্রহনকারীরা উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট সদর উপজেলার সাতজন উদ্যোক্তার মাঝে দশ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়। করোনা পরিস্থিতিতে স্বল্প সুদে ঋণ পেয়ে খুশি করোনায় ক্ষতিগ্রস্থ ব্যববসায়ীরা।
বিআরডিবি বাগেরহাটের উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন বলেন, এই প্রথম জেলা ও উপজেলা পর্যায়ে এসএমই ঋণ প্রদান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড । এর অংশ হিসেবে বাগেরহাট জেলার ৯টি উপজেলার মধ্যে মোল্লাহাট ছাড়া আটটি উপজেলায় ২২০ জন উদ্যোক্তার মাঝে দুই কোটি ৮১ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ প্রদান করা হবে। এক সপ্তাহের মধ্যে ঋণ গ্রহিতাদের মাঝে এই টাকার চেক হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে জেলা-উপজেলার আরও উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি এসএমই ঋণ বিতরণ করবে। এই ঋণের সুদ মাত্র চার শতাংশ। ঋণ গ্রহিতারা ঋণ পরিশোধের জন্য তিন মাস গ্রেস পিরিয়ড পাবেন। এই সময়ে তাদের কোন ঋণ পরিশোধ করতে হবে না। এর ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত সুবিধা পাবেন বলে দাবি করেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত