বাগেরহাটে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী প্রদান

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২১, ১৯:৫৪ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৪, ২৩:৫৫

বাগেরহাট সদর উপজেলার পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিক ও পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার, আধুনিক ডেলিভারি টেবিলসহ চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী এসব মালামাল গ্রহন করেন।

এসময়, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাট সদর উপজেলার পক্ষ থেকে এই উপজেলার ৩২টি কমিউনিটি ক্লিনিক ও ১০টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একটি করে উন্নত মানের ডেলিভারি টেবিল, অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেশিন, গ্লুকোমিটার , পাল্স অক্সি মিটার, বি পি মেশিন , ওয়েট মেশিন, গ্রুপ চেয়ার, ভিজিটর চেয়ারসহ নানা প্রকার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম বলেন কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদেরকে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। এসব চিকিৎসা সামগ্রীর মধ্যে ডেরিভারি টেবিল ও অক্সিজেন সিলিন্ডার সেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত