বাগেরহাটে একদিনে ৯৬ জনকে জরিমানা, ৯ জনকে কারাদন্ড
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ১৯:২৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৭
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করায় ৯৬ জনকে ৭১ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৮ জনকে ৩ দিন ও ১ জনকে ১৫ দিনের করাদন্ড দেয়া হয়।
রোববার(০৪ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন উপজেলার সড়ক ও মহাসড়ক এবং হাট বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন রোধ করতে মানুষকে ঘরে রাখতে আমরা শুরু থেকে নানা কার্যক্রম পরিচালনা করেছি। লকডাউন ঘোষনার পরেও কিছু মানুষ অকারণে ঘর থেকে বাইরে আসছে। এসব মানুষের বিরুদ্ধে জেলা প্রশাসনের প¶ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত