বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ১৯৬জন আক্রান্ত, মৃত্যু ২

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১৯:২৬ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৭৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৯৬ জন আক্রান্ত হয়েছেন।এটাই একদিনে বাগেরহাটে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এই সময়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।সব মিলিয়ে বাগেরহাটে  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৪ হাজার ৭৬১ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ২৫১ জন।মোট মারা গেছেন ১০২ জন। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৫১০ জন। সোমবার(১২ জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১৩৩ জন, ফকিরহাটে ২১, মোড়েলগঞ্জে ৩, মোংলায় ১৪, কচুয়ায় ১৫, রামপালে ৪, চিতলমারী ১ এবং শরণখোলায় ৫ জন রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গেল ২৪ ঘন্টায় ৭৩৫ জনের পরীক্ষায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এটাই বাগেরহাটে একদিনে সর্বোচ্চ পরীক্ষা ও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। তবে আমরা আশা করছি সংক্রমনের এই পরিমান খুব দ্রুত কমে আসবে। এজন্য সাধারণ মানুষকে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত