বাগেরহাটে একদিনে আক্রান্ত ৬০, মৃত্যু এক
প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ১৯:২৯ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯
বাগেরহাটে একদিনে ২৬০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন এক জন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৩০ জনের। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪০০ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭৯৩ জন। রবিবার (০৮ আগস্ট) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ২২ জন, মোংলায় ১৭, শরণখোলায় ১১, মোরেলগঞ্জে ৪, ফকিরহাটে ৩, চিতলমারী, মোল্লাহাট এবং কচুয়ায় একজন করে রয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ২৬০ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ২৩ শতাংশ। এই সময়ে মৃত্যু হয়েছে এক জনের। এই অবস্থায় বাগেরহাটবাসীকে আরও বেশি সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত