বাগেরহাটে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার
প্রকাশ: ২৪ জুন ২০২১, ২০:৩১ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৪১
খুলনা র্যাব-৬ এর সদস্যরা বুধবার রাতে বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ৪২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোংলা উপজেলার আন্দারিয়া গ্রামের আনিস সরদার(৩৩) ও মুরাদ হাজারি (২৯)।
খুলনা র্যাব- ৬ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোঁপন খবরের ভিত্তিতে বুধবার রাতে মোংলা উপজেলার দত্তের মেট টাটিবুনিয়া হাইস্কুল সংলগ্ন একটি ওষুধের দোকানের সামনে থেকে এ দুইজনকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ৪২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্যমতে এ দুই মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে এলাকায় ভ্রাম্যমান ভাবে মাদকদ্রব্য বেচা-কেনা করে আসছে। এদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত