বাগেরহাটে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির কর্মশালা
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১৯:৩০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০৬
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যরেদর নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বেমরতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ইউপি সচিব মো: সরোয়ার হোসেন, ইউপি সদস্য আছাদুজ্জামান মুন্সি, মো: কালাম হাওলাদার, কবির হাওলাদার,মতিউর রহমান, সুখেন অধিকারী, শেখ মাসুম বিল্লাহ, সাথী ইসলাম,রেখসোনা বেগম, সাজেদা বেগম, বাধন মানব উন্নয়ন সংস্থার সমš^য়কারী সোহাগ হাওলাদার, ফিল্ড ফ্যাসিলেটেটর উম্মে জোবায়দা, ফারজানা ববি, শরিফুল ইসলাম সোহান সহ ইয়ুথ গ্রপের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্ট্যান্ডিংকমিটি সক্রিয় করার নানা উপায় উল্লেখ করা হয়। ভবিষ্যতে ইউনিয়িন পরিষদের স্ট্যাডিং কমিটিগুলো আরও সক্রিও হবে এবংইউনিয়ন পরিষদের কর্মকান্ড আরও গতিশীল হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত