বাগেরহাটে আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ানের শপথ
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৪, ১৯:০৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:০৫
বাগেরহাটে আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে সংগঠনের নবনির্বাচিতদের শপথ বাক্যপাঠ করান সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি সদস্য মো: শরিফুল ইসলাম। শপথ গ্রহন করেন সংগঠনের নির্বাচতি সভাপতি মো: শামিম খান ও সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম এছাড়া সিনিঃ সহ- সভাপতি মো: আরশা হোসেন, সহ-সভাপতি মো: রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক মিলন হাওলাদার, সহ সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন মলিন, প্রচার সম্পাদক মো: সাদ্দাম হোসেন, মোড়ল, ক্রীয়া ও সাংসঋতিক সম্পাদক মো: আব্দুল কাদের, লাইন সম্পাদক মিনা আনিসুর রহমান ও খোকন শেখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত ও গীতাপাঠ করা হয়। অনুষ্ঠানে বক্তারা নির্বাচিত এই কমিটি সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করবে বলে আশাব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: হেদায়েত হোসেন হাওলাদার বলেন-আমাদের শ্রমিকরা ভোর সকালে বের হয়ে সারাদিন ব্যাপী দেশের দুরপ্রান্তে যাত্রীদের পৌছিয়ে দেন। রাস্তায় উঠার পর একজন চালকও চান জেনে একটি সাপকে মারতে। তারপরও দুঘর্টনায় কবলিত হয়ে বিভিন্ন সময় চালকদের নির্যাতনের শিকার হতে হয়। আমরা সকলের কাছে অনুরোধ করবো কোন পরিবহন দুঘর্টনার সম্মুখীন হলে সাথে সাথেই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সকল সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত