বাংলা একাডেমি - রাবেয়া খাতুন সাহিত্য পুরুষ্কার পাচ্ছেন জ্যোতি প্রকাশ দত্ত ও স্বকৃত নোমান

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১২:৩৮ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:২২

এবছর প্রথমবারের মত বাংলা একাডেমি প্রবর্তিত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের ব্যবস্থাপনায়  বাংলাদেশের দু' জন কথা সাহিত্যিককে কথা সাহিত্যে অবদানের জন্য পুরুষ্কৃত করা হবে। প্রথমবারের মত এ বছর পুরুস্কার মূল্যায়িত অর্থের পরিমান যথাক্রমে দুইলাখ ও এক লাখ টাকা।

খ্যাতিমান কথা সাহিত্যিক হিসাবে  জ্যোতি প্রকাশ দত্ত  দুইলাখ টাকা ও তরুন সাহিত্যিক হিসাবে স্বকৃত নোমান এক লাখ টাকা এ বছর রাবেয়া খাতুন স্মৃতি সংসদ হতে পাচ্ছেন।

ষাটের দশকের গল্পকার জ্যোতি প্রকাশ দত্ত  বাংলা ছোট গল্পে এক ভিন্ন ধারার ইতিহাস রচনা করেন। তাঁর বহেনা সুবাতাস , শীতাংশু  তোর সমস্ত কথা এক ভিন্ন ধারার সূচনা করে ছোট গল্পে। তিনি একুশে পদক ও বাংলা একাডেমি  পদকও পান।

স্বকৃত  নোমান তরুন গল্পকার হিসাবে ইতিমধ্যে তরুন পাঠকদের দৃষ্টগোচরে সক্ষমতা অর্জন করেছে।

১৯৮০ সনে জন্ম এ তরুন লেখকের উপন্যাসের পথে, উজানবাঁশী  পাঠকপ্রিয়তা পেয়েছে। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমি  এ পুরস্কার  প্রদান করবে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত