বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে দক্ষিনাঞ্চলমুখী যাত্রীর চাপ, হালকা যানে ভাড়ার দৌরাত্ব
প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৬:১৬ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:১০
মাদারীপুরে জনসাধারণের মধ্যে লকডাউন মানার তেমন কোন আগ্রহী দেখা যায়নি। স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন জনসাধারণ। ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান, ইজিবাইক, নসিমন, প্রাইভেটকার, মাইক্রোবাস যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে।
বুধবার সকাল থেকে বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে দক্ষিনা লমুখী যাত্রী চাপ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে চাপ আরো বৃদ্ধি পেয়েছে। ঢাকা থেকে হাজার হাজার যাত্রী শিমুলীয়া ঘাটে এসে ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে বাংলাবাজার ঘাটে আসছে। দূর পাল্লার বাস বন্ধ থাকায় ঢাকা থেকে যাত্রীরা মোটরসাইকেল, ইজিবাইক, থ্রী হুইলারসহ বিভিন্ন হালকা যানবাহনে ৩-৪ গুন ভাড়া গুনে বাংলাবাজার ঘাটে এসে আবারও একই ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিনও দক্ষিনা লের বিভিন্ন জেলা থেকেও যাত্রীরা ঢাকায় ফিরছেন। তবে দক্ষিনা লমুখী যাত্রীদের তুলনায় কম। এদিনও ফেরিতে যাত্রী চাপে সামাজিক দূরত্বের কোন লক্ষনই চোখে পড়েনি। আর স্বাস্থ্যবিধি মেনে মা· পরিধান করতেও দেখা যায়নি অধিকাংশ যাত্রীদের। যাত্রী চাপে ফেরিতে পন্যবাহী ও জরুরী গাড়ি পারাপারে বিলম্ব হচ্ছে।
গত ২৪ ঘন্টায় মাদারীপুরে ৩৮ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। সংক্রমনের হার ৩৫ দশমিক ৮৪ ভাগ। জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ২ হাজার ৮শ’ ৮২ জন। হাসপাতালের আইসোলেশনে ১০ জন এবং বাসায় বসে চিকিৎসা নিচ্ছে ৪৪৩।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত