বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখার আলোর মিছিল
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১৩:০৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০২:১২
জাতির জনক ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃিষ্ট্রান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ লৌহজং শাখা প্রদীপ প্রজ্বলনের আয়োজন করেছে।
গতকাল ১৪ আগষ্ট সন্ধ্যায় সরকারি লৌহজং কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশীদ শিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারি, উপজেলা বংগবন্ধু পরিষদের যুগ্ন সম্পাদক ও ঐক্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য খান নজরুল ইসলাম হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ সিং অমিত।
আলোর মিছিলে সংহতি জানায় লৌহজংয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। নীরবতা পালন ও কবিগুরু রবী ঠাকুরের “আলো আমার আলো ওগো আলো ভূবন ভরা” গানের মধ্য দিয়ে শুরু হয় আলোর মিছিল ও প্রজ্বলন হয় প্রদীপের।
ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখার সভাপতি অলক মিত্রের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ঐক্য পরিষদের সহ সভাপতি সনৎ কুমার চক্রবর্তি, হরিদাস বিশ্বাস, প্রদীপ দাস, বলরাম দাস, সাধারণ সম্পাদক এড সঞ্জিব মন্ডল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড বিপ্লব সাহা, যুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশিষ দাস শিবু, সাধারণ সম্পাদক শিমুল দে, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নবীন বরন দাস, সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল বাসার মোল্লা, লৌহজং তেউটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মামুন বেপারী, মিজানুর রহমান মোল্লা, প্রবীন আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোড়ল, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোজান্মেল হক, আবু নাসের রতন, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার দাস, মিন্টু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মহাদেব দাস , প্রচার সম্পাদক সন্জয় মন্ডল, দফতর সম্পাদক রনি চক্রবর্তি, সহ দফতর সম্পাদক বিজয় ঘোষ, সহ প্রচার সম্পাদক দীপক দাস, নারী ঐক্য পরিষদের আহবায়ক রীতা রানি চক্রবর্তি, মিতা কর্মকার, যমুনা রানি দাস অর্থ সম্পাদক পুলিন সরকার, সহ কার্যকরী পরিষদের সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।
বিকেল হতে বিভিন্ন ইউনিয়ন হতে জয় বাংলা জয় বংগবন্ধু স্লোগান দিয়ে ইউনিয়ন শাখা নেতারা এসে মিলিত হয় কলেজের মাঠে। অনুষ্ঠানে ঐক্য পরিষদ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বংগবন্ধুর রাষ্ট্র ব্যবস্হা প্রবর্তনের আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত