বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৭ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ০৫:২৮

আজ ০২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সকাল ১০ টায় ২২/১, তোপখানা রোড, ২য় তলা, সেগুনবাগিচা, ঢাকাস্থ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন গত ১৩ আগস্ট ২০২৩ সকাল ৬ টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, নাতি—নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শোকসভায় নেতৃবৃন্দ বলেন, ইকবাল আমীন একজন সমাজ নিবেদিত মানুষ। অধিকার বঞ্চিত গরীব মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সব সময় সোচ্চার ছিলেন। বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি সর্বদা এই সংগঠনের মাধ্যমে সারাদেশের ভূমিহীন মানুষের কল্যাণে কাজ করেছেন। ইকবাল আমীনের বাবা মাওলানা রুহুল আমিন বায়তুল মোকাররম মসজিদের খতিব ছিলেন। তাদের পৈতৃক নিবাস নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়া।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এড হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস, ব্রাক ইউনিভারসিটির প্রফেসর মাহবুব হোসেন ভূমিহীন আন্দোলনের সহ—সভাপতি মোছাঃ সুরমা, ইঞ্জিনিয়ার ফয়েজ হাসান, মোহাম্মদ শামসুদ্দিন, মেরাজ মোল্লা, মিজানুর রহমান সহ ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন ও শামসুদ্দীন রাকিব।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত