বাংলাদেশ ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার : ভারতীয় হাইক‌মিশনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:০৩ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২০

বাংলাদেশ ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। নয়া দিল্লির অগ্রাধিকার তা‌লিকায় ঢাকার অবস্থান সবার ওপরে বলেও জানান এ হাইকমিশনার।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ‘মিট দ্য সোসাইটি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

প্রণয় ভার্মা বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তায় অগ্রাধিকার দেওয়া ভারতের নীতি। এক্ষেত্রে ভারতের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম। ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতীয় হাইকমিশনার ব‌লেন, পারস্পরিক সহযোগিতায় উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে ভারত ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। যার কার‌ণে দুই দেশের অগ্রগতি ক্রমশ বিকাশমান।

ভারত-বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে দুই দেশের নেতারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ ব‌লেও জানান প্রণয় ভার্মা।

তিনি বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দীর্ঘ পথ চলায় বাংলাদেশ ও ভারত আজ বিশ্বে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত। বিশ্বজুড়ে নন্দিত হয়েছে বাংলাদেশের উন্নতি ও অর্জন।

ভারতীয় হাইকমিশনার বলেন, মহামারি, সন্ত্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভারত ও বাংলাদেশ বিশ্ব মঞ্চে একত্রে কাজ করেছে। জাতীয় উন্নয়নের মাধ্যমে আমরা দুই দেশের অর্থনীতি, সমাজ ও জনগণের মধ্যে সুদৃঢ় যোগসূত্র স্থাপন করতে চাই।

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ও পদ্মশ্রী ভূষিত লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত