বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ২১:৫৩ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৪২
তানজির সায়হাম অনিক সভাপতি, ফয়সাল আহাম্মেদ পরাগ সম্পাদক।
ঐক্য সেবা শান্তি এই স্লোগান কে ধারন করে আজ ১৫ জুলাই শনিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ জেলা সদর উপজেলার রামপাল ইউনিয়নের ফারিন প্লাজায় ইউনাইটেড ইন্সটিটিউট অব টেকনোলজি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবী সম্মেলনে ২০২৩।
পবিত্র কোরআন থেকে তেলওয়াতের এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবী নেত্রীবৃন্দ মানব কল্যাণ মূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য আলোকপাত করেন। এছাড়াও নেত্রীবৃন্দ উক্ত সংগঠন কে আরও বেগবান ও ত্বরানিত করতে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
আয়োজিত সম্মেলনে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের সাধারন সম্পাদক ইঞ্জি সৈয়দ মোঃ শাকিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম প্রধান উপদেষ্টা শাহ্ মোহাম্মদ আব্দুল বারী।
বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল বিন বারীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম সাবেক সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের বিভিন্ন ইউনিট এর স্বেচ্ছাসেবী নেত্রীবৃন্দ।
আয়োজিত স্বেচ্ছাসেবী সম্মেলন ২০২৩ এ বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখায় তানজির সায়হাম অনিক সভাপতি ও ফয়সাল আহাম্মেদ পরাগ কে সাধারন সম্পাদক করে এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত