বাংলাদেশের ভোটের ফল নিয়ে ‘আগাম ধারণা’ করবে না আমেরিকা: মিলার
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১০
বাংলাদেশে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন নিয়ে আবারও নিজেদের অবস্থান জানাল আমেরিকা। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ ব্যাপারে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এই নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা আমি অনুমান করব না।’
বিশ্বের বিভিন্ন দেশের ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়। গাজা, ইউক্রেন, ভারত ও বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। বাংলাদেশ ইস্যুতে করা এক প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে আসবে না বলে জানিয়ে দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশের সম্ভাবনাকে মার্কিন সরকার কীভাবে মূল্যায়ন করে?’
এর উত্তরে ম্যাথিউ মিলার বলেন, ‘এই নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা আমি অনুমান করব না। বহুবার আমরা যা বলে আসছি, আমি আবারও তা-ই বলব। আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং বাংলাদেশি জনগণের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে যাব।’
গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত