বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের কাজ নয়
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ২১:১১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:১১
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের ভূমিকা নয়। তিনি বলেন, ‘নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের কাজ নয়।’
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’-এ এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের হাইকমিশনার এই মন্তব্য করেন।
হাইকমিশনার বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশের পরিচালিত হওয়া উচিত এবং এটি বাংলাদেশের নেতৃত্বাধীন একটি প্রক্রিয়া, কারণ এটি এদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা রেখে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এ অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন বক্তৃতা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত