বাংলাদেশের ছবি - মো. তাইফুর রহমান
প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ১১:১৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪
বাংলাদেশের ছবি
মো. তাইফুর রহমান
বীর বাঙালির নয়নমণি
রাজনীতির সে কবি
মুজিব হলো সমগ্র এই
বাংলাদেশের ছবি ।
শত্রু ওদের কাছে মুজিব
হয়নি কভু নত
শক্ত হাতে দেয় সে রুখে
ষড়যন্ত্র যত ।
লাল-সবুজের পতাকা পাই
তারই অবদানে
খুশির জোয়ার নেমে আসে
বাঙালিদের প্রাণে ।
দেশের বন্ধু তার কথা আর
লিখে কি শেষ হবে?
প্রিয় মুজিব বাঙালিদের
প্রাণে বেঁচে রবে ।
স্বাধীন হলো মাতৃভূমি
বঙ্গবন্ধুর জন্য
এমন বিজয় পেয়ে আমরা
বীর বাঙালি ধন্য ।
মোরেলগঞ্জ, বাগেরহাট ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত