বাংলাদেশকে আরও শান্তির বাংলাদেশে পরিণত করবো: বাহাউদ্দিন নাছিম

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০০:৩৪

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের চাওয়া হবে একটাই আমরা শান্তি, সম্পৃতি এবং সকল ধর্মের মানুষের সাথে বোনদের সাথে সুসম্পর্ক রক্ষা করে আমরা আমাদের শান্তিময় শান্তিপূর্ণ বাংলাদেশকে আরও শান্তির বাংলাদেশে পরিণত করবো। বাংলাদেশের মানুষের কোন সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় পরিণত করতে দিবো না। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। কিন্তু আমরা দেখেছি বিএনপি জামাতিরা বাংলাদেশে ১৯৭১ সালের ১৫ আগষ্টের পর থেকে তারা নানা ভাবে এদেশের হিন্দু মুসলমান মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটে ছিল। তারা এখন ফায়দা লুটাতে চায়। তিনি আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর শহরের পুরান বাজার আওয়ামী লীগের দলীয় কাযালয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বিবরণ জনগণের মাঝে পৌছে দেয়া এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের তৃণমূল নেতা কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনামূলক মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, এদের দু:শাসনে বাংলা ভাই শায়েখ আবদুর রহমান ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা চালিয়েছিল। এদের কে প্রতিহত করতে হবে। আবদুস ছালাম পিন্টু সহ বিএনপির একাধিক নেতা ও জঙ্গি হান্নান সহ অসংখ্য জঙ্গিবাদীদের সাথে মিটিং করে আর্জেন্ট গ্রেনেড সাপ্লাই দিয়ে প্রকাশে দিবালোকে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন প্রাণে বেচেছিল শেখ হাসিনা।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক সম্মান জানিয়েছেন এবং তিনি তাঁর সাথে সেলফি তুলে সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন।  ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে নৌকায় চড়েছেন এবং তাঁর সাথে ছিলেন নৌকার মাঝিরা। বাংলাদেশের মেট্রোরেলে উঠে উপরের থেকে নিচে তাকালে মনে হয় বিশ্বের উন্নত কোন দেশে আছি। এসব কিছুই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা আর কোন সরকারের অধীনে হয় নাই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর হওয়ার সুযোগ করে দেশ সেবা করার আহবান জানান বাহাউদ্দিন নাছিম।

পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পারভেজ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান ইলিয়াছ শরীফ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত