বাঁশের সাঁকোতেই পার হয় ৫ গ্রামের মানুষ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর  

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ১৪:২৫ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭

স্বাধীনতার ৫০ বছর পার হলেও মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর ভৈরব নদীর ওপর ব্রীজ না থাকায় বাঁশের সাঁকোই পারাপার হতে হয় বুড়িপোতা ইউনিয়নের ৫ গ্রামের মানুষকে। রাধাকান্তপুর, রাজাপুর, বারাকপুর, শালিকা ও বাড়িবাঁকা এই ৫ গ্রামের মানুষের বসবাস প্রায় ১৫ হাজার। তাঁদের ভরসা একমাত্র বাঁশের সাঁকো। কৃষিপণ্য ও রোগী বহন করতে হয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়েই। ব্রীজ না থাকায় জরুরী ভিত্তিতে রোগী নিয়ে আসতে অনেক সময় রোগীর জীবনও হারাতে হয়। ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। ভোটের সময় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিতে অনেক বার মাপজোক করা হলেও আজও হলো না ব্রীজ। এই ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বুক দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। আশেপাশে ৮ কিলোমিটার নেই কোন ব্রীজ। চলাচলের জন্য প্রতিবছর গ্রামের মানুষের কাছে চাঁদা তুলে সংস্কার করা হয় বাঁশের সাঁকো। প্রতি বছরই সাঁকো নির্মাণে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়। প্রতিদিনিই সাঁকো দিয়ে রিকসাতে করে যাত্রী নিয়ে পারাপার হতে হয়। পার হওয়ার সময় মনে ভয়ভয় লাগে যাত্রীসহ রিকসা নিয়ে কখন যেন পড়ে যায়। এমন কথাগুলো বলছিলেন স্থানীয় রিকসা চালক মকলেচ আলী। 

রাধাকান্তপুর গ্রামের আকবর আলী বলেন, বাঁশের সাঁকো ভেঙে মাঝে মধ্যেই মানুষ পড়ে গিয়ে আহত হয়। এইতো সেদিন নিফাজ নামের এক বৃদ্ধ বাইসাইকেল নিয়ে সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে। স্কুল শিক্ষক মজিবর রহমান বলেন, আমরা বিদ্যুৎ পেয়েছি ১৯৮৪ সালে। স্বাধীনতার ৫০ বছর পার হলেও যোগাযোগের ব্যবস্থা উন্নতি হয়নি। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান বলেন, জমি জরিপের কাজ সমাপ্ত করেছে এলজিইডি। ঢাকা থেকে একটি টিম এসে আমার সঙ্গে স্থানটি পরিদর্শন করেছে। তাছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন এ অ লের মানুষকে কথা দিয়েছেন দ্রুত ব্রীজ নির্মাণ করে দেবেন। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ওই এলাকার মানুষের দুর্দশার কথা আমরা জানি। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আমাদের অনেক আগেই এই স্থানে ব্রীজ নির্মাণের জন্য বলেছেন। পরিদর্শন শেষে  ব্রীজ নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে এলাকার মানুষ কাজের বাস্তবায়ন দেখতে পাবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত