বরের মুখে ‘কবুল’ শুনে বিয়ের আসরেই চিৎকার করে কনের উল্লাস!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২১, ১০:৫১ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৭

বিয়ের আসরেই চিৎকার করে, বরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন কাউকে? ভাবছেন এমন আবার হয় নাকি? অবাক লাগলেও এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পোশাকে বসে রয়েছেন বর-কনে। চারপাশে বহু অতিথি। বর-কনের সামনে বসে রয়েছেন কাজি। বিয়েতে সম্মতি রয়েছে কি না, বরকে সেই প্রশ্ন করেন তিনি। মুহূর্তের মধ্যেই উত্তর মেলে ‘কবুল’। শব্দটি কানে পৌঁছনোমাত্রই লাজুক কনের রূপ বদল। হেসে ফেলেন কনে। সকলকে অবাক করে লাফিয়ে ওঠেন তিনি। তবে এখানেই শেষ নয়। এরপর বরের গাল টিপে ধরেন। সকলের সামনে চুম্বনে ভরিয়ে দেন বরকে।

মনের মতো মনের মানুষ পেয়ে তরুণী যে কতটা খুশি তা তার আচরণেই স্পষ্ট। তবে বাড়ির বয়োজ্যেষ্ঠ আত্মীয় তা মোটেও ভালো চোখে দেখেননি। তাই তাকে বারণ করেন। ততক্ষণে অবশ্য হুঁশ ফেরে তরুণীর। উচ্ছ্বাস প্রকাশ যে বেশিই করে ফেলেছেন তা বুঝতে পেরে চুপ করে বসে পড়েন কনে। আবারও বিয়ে শুরু হয়। ভিডিওটি কোন দেশের তা জানা যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত