বরিশালে হাসপাতালে ঢুকে ছাত্রলীগ কর্মীদের মারধর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১৪:৪৬ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯

ফাইল ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় হাসপাতালের কক্ষে আটকে ছাত্রলীগ কর্মীদের মারধরের ঘটনায় করা মামলার আরও ছয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব  -৮।

সোমবার (৩০ আগস্ট) রাতে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাদের মেহেন্দীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-৮ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপণ

গ্রেফতারকৃতরা হলো—উপজেলার চুনারচর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে গনি জমাদ্দার, কালিকাপুর গ্রামের রিপন বারি, পূর্বহনি গ্রামের কামাল মাঝি, সোহাগ, আবুল মাঝি, আল আমিন, রতন মাঝি ও মাকসুদুর রহমান মিরাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন খবর পেয়ে সোমবার রাতে মেহেন্দীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে গনি ও রিপনকে এবং নগরীর বিভিন্ন স্থান থেকে কামাল, সোহাগ, আবুল, আল আমিন, রতন ও মিরাজকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রেফতারকৃতদের দুপুরে মেহেন্দীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।’

বিজ্ঞাপণ

প্রসঙ্গত, গত রবিবার (২৮ আগস্ট) দুপুরে প্রতিপক্ষের ছাত্রলীগের চার কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীদের একটি কক্ষে আটকে রেখে হামলা চালায়। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এ ঘটনায় ২৮ আগস্ট ১৫ জনের নামে এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে ছাত্রলীগ কর্মী ইমরান খান বাদী হয়ে মামালা করেন। ওই রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান, মিরাজ, জাহাঙ্গীর আলম ও কামরুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত