বরগুনায় সিদ কেটে ঘরে ঢুকে বিধবা নারীকে হত্যা 

  হিমাদ্রি শেখর কেশব, বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৬:০৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭

বরগুনার বেতাগী উপজেলায় কাজিরাবাদ ইউনিয়নের একটি বাড়িতে ৫০ বছরের এক বিধবা নারীকে হত্যার ঘটনা ঘটেছে।

জানা যায়, বুধবার গভীর রাতে সিদ কেটে ঘরে প্রবেশ করে নাসিমা বেগম নামে এক বিধবা মহিলাকে স্বাস রোধ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

স্বজন সূত্রে জানা যায়, নিহত বিধবা নারী নাসিমা বেগম (৫০) তার স্বামীর মৃত আঃ হাই। নাসিমা বেগম খুলনা থেকে গত বিশ বছর আগে তার বেতাগী উপজেলার কাজিরাবাদ গ্রামে পিতা কাঞ্চন আলী হাওলাদারের বাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করতে ছিল। নাসিমা বেগম স্বামীর মৃত্যুর পরে সে বাড়িতে একা বসবাস করতে ছিল। তার তিন মেয়ে থাকলেও তারা খুলনায় বসবাস করে।

নিহতের আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, মৃত আ: হাই এর স্ত্রী নাসিমা বেগম প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। সকাল আটটার দিকে নিহতের চাচাত বোন মমতাজ বেগম তাকে ডাকতে গেলে নাসিমার কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেন। ঘরে ঢুকে দেখেতে পান নাসিমা বেগম অচেতন অবস্থায় পড়ে আছে। তার কোন নড়াচড়া করতে না দেখায় সে ডাকাডাকি করে স্থানীয়দের জড়ো করেন এবং  নিকটস্থ চান্দখালী পুলিশ ফাঁড়িতে খবর দেন।

এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা সদর সার্কেল আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাজিরাবাদ চাড়ারস্কুল নামক স্থানে সিদ কেটে ঘরে প্রবেশ করে এক নারীকে হত্যা করা হয়েছে। সেখানে গিয়ে ঘরের খাটের ওপর নিহত নাসিমা বেগমের মরদেহ পড়ে আছে। নাকে মুখে রক্তের আলামত দেখতে পাওয়া গেছে। অধিকতর তদন্তের জন্য জেলা পুলিশের ক্রাইম সিনকে খবর দেয়া হয়। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত