বরগুনায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিক্ষোভ ও সমাবেশ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১৭:১১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮
বরগুনায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ছোট বরগুনার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তিব দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা এগারটায় বরগুনা সার্বজনীন আখড়াবাড়িতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে সনাতনীদের দেশ থেকে বিতারিত করার একটা ষড়যন্ত্র চলছে। এ যড়যন্ত্র আমরা সফল হতে দেবো না। কেননা, আমরাও এ দেশের সন্ধান, এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, জীবন দিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করে থাকি। ইসকনের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই। তাকে মুক্তি না দিলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেবো। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বরগুনা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে আখড়াবাড়িতে এসে শেষ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত