বরগুনায় কেনা দামে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১৭:৪৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:২৯
নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট সাধারণ মানুষের জীবনে একটা বিষফোঁড়ার মতো। এই বাজার সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে 'যে দামে ক্রয় সে দামেই বিক্রয়' এই স্লোগান নিয়ে বরগুনায় ইউথ ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে চালু হয়েছে বিনা লাভের বাজার।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় বন্ধে এ বাজারের শুভ উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা।
জানা গেছে, বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় করছে। এতে নিম্ন আয়সহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা না থাকায় ইউথ ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়। এই বাজার থেকে সবাই প্রতিদিনের চাহিদা মোতাবেক সয়াবিন তেল, ডাল, আটা, আলু, পিয়াঁজসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে পারবেন।
ইউথ ফর বাংলাদেশ এর বরগুনা জেলার সমন্বয়ক মোঃ আশ্রাফুল ইসলাম শুভ বলেন, সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে ইউথ ফর বাংলাদেশ সারাদেশের ন্যায় বরগুনায়ও 'যে দামে ক্রয় সে দামে বিক্রয়' কার্যক্রম হাতে নিয়েছে। আমরা সরাসরি পণ্য কিনে ভোক্তার কাছে কেনা দামে বিক্রি করছি। বাজারের সিন্ডিকেট শেষ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, বাজারে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে সেটা কাটাতে ইউথ ফর বাংলাদেশ যে দামে পণ্য ক্রয় করেছে সে দামেই সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত